Scene of eating honey from the beehive

in BDCommunity7 months ago

▶️ Watch on 3Speak


আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করছি ভালো।
আজ আমি আপনাদের মাঝে একটি চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এটি ছিল একটি মৌমাছি থেকে মধুর সংগ্রহ করার দৃশ্য।

আমাদের ঘরের টিনের চালে একটি মৌমাছি বাসা বেধেছিল।
চমৎকার এই মৌচাকে প্রচুর পরিমাণে মধু জমা হয়েছিল কিন্তু আমরা কোনভাবেই তা সংগ্রহ করতে পারছিলাম না। তবে মধু সংগ্রহ করতে আমার ছোট ভাই হৃদয়ে আমাকে সাহায্য করেছিল।

চাঁক ভাঙ্গার পর আমরা সেখান থেকে মধু সংগ্রহ করেছিলাম এবং আমার ছোট ভাই হৃদয় জীবন্ত মৌমাছি থেকে মধু খেয়েছিল। মূলত এটা ছিল একটা কঠিন চ্যালেঞ্জ এবং আমি সত্যিই অনেক আশ্চর্য হয়েছিলাম তার দুঃসাহসিকতা দেখে। পরবর্তীতে আমিও সাহস পেয়েছিলাম এবং আমরা দুজন একসাথে মৌমাছি থেকে চাকের মধু খেয়েছিলাম।


▶️ 3Speak