আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি রুটি আলু ভাজি দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো যা বাচ্চা থেকে বড়রা সবাই খুব মজা করে খাবে তো চলুন শুরু করি আমাদের নাস্তাটি তৈরি করার জন্য যা যা লাগছে
১. আটা
২. আলু
৩. ডিম
৪. ধনিয়া পাতা
৫. পিয়াজ
৬. কাঁচা মরিচ
৭. লবণ
প্রস্তুত প্রণালী
প্রথমে আলু ছুলে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিতে হবে গ্রেট করা আলু একটা ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি বেজে নিয়ে তার ভিতর কাঁচামরিচ দিয়ে গ্রেট করা আলু গুলো দিয়ে প্রয়োজনমতো লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিন আলু ভাজা হয়ে গেলে রুটির খামির তৈরি করে নিব তারপরে বড় সাইজের একটা রুটি বেলে নেব তারপরে কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিব তারপরে আবারো ছোট ছোট লেচি কেটে রুটি বেলে নিব তারপরে এর ভিতরে আলুর পুর দিয়ে ডিম দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নাস্তা তৈরি করে নিব সবশেষে নাস্তাগুলোকে তেলে ভেজে নিব ভেজে নেয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে রুটিও আলু ভাজের মজাদার নাস্তা আশা করি আজকের রেসিপিটাও ভালো লেগেছে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ Uploaded using 3Speak Mobile App
▶️ 3Speak