দীর্ঘদিন পর আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে ফিরে এসেছি |

in BDCommunity9 months ago

image.png

আসসালামু আলাইকুম ,কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন | আজকে আমি আবার আপনাদের মাঝে একটু ব্লগ নিয়ে ফিরে এসেছি |আজকে আমি আপনাদের সাথে আমার দাদা বাড়ির একটা ব্লগ শেয়ার করব |শহরের যান্ত্রিক জীবন থেকে বের হয়ে একটু স্বস্তির জন্য গিয়েছিলাম দাদা বাড়িতে বেড়াতে | সবার সঙ্গে দেখা হয়েছে ভালো লাগছিল কিন্তু এবার এত বেশি গরম ছিল কেউই বেশি দিন আমরা তাদের বাড়িতে থাকতে পারিনি | আমরা ভাই-বোনেরা একসাথে হয়ে অনেক রকমের খাবার খাওয়া হয়েছে | আর এখন হচ্ছে আম কাঁঠালের সিজন চারিদিকে কাঁঠাল ,আম, লিচু ,আস ফল , দেশি খেজুর ,আরো কত ধরনের টপ ফল সে ফলগুলোর নাম আমার জানা নেই | প্রচন্ড গরমের কারণে আমার কাছে মনে হয় এবার এত বেশি ফল হয়নি অন্যবার আমার দাদা বাড়িতে দেখেছি গাছে এত পরিমানে আম কাঁঠাল হয় নিজেরা তো আমরা খাই আবার মানুষ কেউ দেই এবার দেখলাম নিজেদের খাওয়ার মতই ভালো কোন ফল হয় নাই প্রচন্ড খরার কারণে | আমি আশা করব আমার আজকের ব্লগ যে আপনাদের কাছে ভালো লাগবে |


বন্ধুরা, আমি আশা করব আমার আজকের ব্লগটি আপনারা দেখেছেন আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন |আমার পাশে থাকবেন এই ব্লকটি কয়েকদিন আগে দাদা বাড়ি যখন গিয়েছিলাম তারপর ব্লকটি আমি করেছিলাম | আপনাদের সাথে শেয়ার করার জন্য সময় স্বল্পতার কারণে আমার একটু শারীরিক অসুস্থতার কারণে আমি আপনাদের মাঝে ব্লকটি শেয়ার করতে পারিনি| আজ শেয়ার করলাম আপনাদের গুরুত্বপূর্ণ মতামতে আমাকে জানাবেন আপনার কাছে আমার ব্লগ গুলো কেমন লাগে আজ আসি | আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন | অবশ্যই আমার পাশে থাকবেন | আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য |