সবজি পাকোড়া রেসিপি

in BDCommunitylast year

বিকাল হলেই আমরা বাঙালিরা হালকা নাস্তা খাওয়ার জন্য উতলা হয়ে পড়ি। ভাজা পোড়া নাস্তা যেন আমাদের সবার ই পছন্দের তালিকায় থাকে। ছোট বাচ্চা থেকে বয়স্ক কেওই কিন্তু এটা মিস করতে চাই না। আর বৃস্টির দিন হলে তো কথাই নেই। বিকাল এবং সন্ধ্যা সময় টা আমাদের কাছে আবেগঘন একটি মূহর্ত হয়ে যায়। কারণ প্রতিদিন এ সময় পরিবারের প্রতিটি সদস্যের একসাথে দেখা হয়। সারাদিনের ক্লান্তি এতে দূর হয়ে যায়। একে অপরকে মন খুলে নিজের অভিজ্ঞতা গুলো শেয়ার করতে পারে। আর এর সাথে যদি মজাদার কোনো নাস্তা থাকে তাহলে তো আড্ডা একদম জমে যায়|

সুপ্রিয় বন্ধুরা ,কেমন আছেন সবাই। আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে হাজির হয়েছি একটি সহজ নাস্তা রেসিপি নিয়ে। যেটি খুব অল্প সময়ে বানানো যায় এবং মুখরোচক ও বটে। এটি হচ্ছে সবজি পাকোড়া রেসিপি।

আমি এই ভিডিওতে পাকোড়া তৈরির সম্পূর্ণ পদ্ধতি বর্ণনা করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। সবাই কে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।